পারদ পতনের প্রতিযোগিতা জেলায় জেলায়, দাপট কুয়াশার, বর্ষশেষে শীত বলছে ‘খেলা হবে’

 সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন এলাকা। সবথেকে বেশি কুয়াশার দাপট ছিল পশ্চিম বর্ধমানে।

Authored By : দেবদীপ চক্রবর্তী


image



বর্ষবরণের অপেক্ষা! হাতে গোনা কয়েকঘণ্টা পরেই ২৬-এর শুভারম্ভ। পিকনিক, পার্টি, খানা-পিনা, কেনাকাটা— রীতিমতো উৎসবের মুডে রয়েছেন মানুষ। যোগ্য সঙ্গত দিচ্ছে তাপমাত্রাও। উত্তর থেকে দক্ষিণ পারদ নামছে হু হু করে। বছরের শেষে মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল বঙ্গবাসী। জেলায় জেলায় রীতিমতো পারদ পতনের প্রতিযোগিতা চলছে।



আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে তাপমাত্রা দার্জিলিং-এ ৪ ডিগ্রি, কালিম্পং ৮.৩, মালদা ৯.৫, বীরভূমের সিউড়িতে ৭.২ ডিগ্রি, আসানসোল ৭.৮ ডিগ্রি, বাঁকুড়া ৮ ডিগ্রি, কল্যাণীতে ৭ ডিগ্রি, পানাগড় ৯.২, খড়্গপুর ৯.৩ ডিগ্রি, মগরা ৯.৫ ডিগ্রি।


দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনে ৬.৫ ডিগ্রি, উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৪ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয় ১১ ডিগ্রি।


সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন এলাকা। সবথেকে বেশি কুয়াশার দাপট ছিল পশ্চিম বর্ধমান, মাঝারি মানের কুয়াশা দেখা গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।


আগামী কয়েকদিন কুয়াশার ঘনঘটা থাকবে বেশ কয়েকটি জেলায়। সকালের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০মিটারের নীচে নেমে যেতে পারে। বছরের শুরুর কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

Post a Comment

Previous Post Next Post