শুক্রবার আরও ঠান্ডা বাড়বে পশ্চিমবঙ্গে। বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের কামড় আরও বাড়বে। শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। তারইমধ্যে নয়া বছরের পয়লা দিনে তাপমাত্রা কেমন থাকবে? তা জেনে নিন।
Published on: Dec 25, 2025 5:33 PM IST
বৃহস্পতিবার ‘কামড়’ দিয়েছে শীত। শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। কয়েকটি জায়গার তাপমাত্রা তো সাতের ঘরে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আবার আট-নয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির আরও কাছে চলে আসবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। শুক্রবার সেটা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে বছরের শেষে কিছুটা চড়বে পারদ। পয়লা জানুয়ারিও কিছুটা বেশি ‘গরম’ থাকবে। শুক্রবার এবং ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের কোথায় কত তাপমাত্রা থাকবে, তা দেখে নিন।
শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কত থাকবে?১) দার্জিলিং: ৪ ডিগ্রি।
২) কালিম্পং: ১০ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ১১ ডিগ্রি।
৪) কোচবিহার: ১০ ডিগ্রি।
৫) রতুয়া: ১১ ডিগ্রি।
৬) মালদা: ১১ ডিগ্রি।
৭) মুর্শিদাবাদ: ৯ ডিগ্রি।
৮) বহরমপুর: ৯ ডিগ্রি।
৯) শান্তিনিকেতন: ৭ ডিগ্রি।
১০) শ্রীনিকেতন: ৭ ডিগ্রি।
১১) আসানসোল: ৯ ডিগ্রি।
১২) পুরুলিয়া: ৯ ডিগ্রি।
১৩) বিষ্ণুপুর: ৮ ডিগ্রি।
১৪) বর্ধমান: ৯ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।
১৬) মেদিনীপুর: ১১ ডিগ্রি।
১৭) হাওড়া: ১১ ডিগ্রি।
১৮) দমদম: ১২ ডিগ্রি।
১৯) অশোকনগর: ১২ ডিগ্রি।
২০) আলিপুর: ১২ ডিগ্রি।
২১) সল্টলেক: ১২ ডিগ্রি।
২২) ডায়মন্ড হারবার: ১২ ডিগ্রি।
২৩) সুন্দরবন: ১২ ডিগ্রি।
২৪) দিঘা: ১১ ডিগ্রি।
১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কত থাকবে?১) দার্জিলিং: ৫ ডিগ্রি।
২) কালিম্পং: ১১ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ১২ ডিগ্রি।৪) কোচবিহার: ১১ ডিগ্রি।
৫) রতুয়া: ১২ ডিগ্রি।
৬) মালদা: ১২ ডিগ্রি।
৭) মুর্শিদাবাদ: ১১ ডিগ্রি।
৮) বহরমপুর: ১১ ডিগ্রি।
৯) শান্তিনিকেতন: ১০ ডিগ্রি।
১০) শ্রীনিকেতন: ১০ ডিগ্রি।
১১) আসানসোল: ১১ ডিগ্রি।
১২) পুরুলিয়া: ১১ ডিগ্রি।
১৩) বিষ্ণুপুর: ১১ ডিগ্রি।
১৪) বর্ধমান: ১১ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১২ ডিগ্রি।
১৬) মেদিনীপুর: ১৩ ডিগ্রি।
১৭) হাওড়া: ১৩ ডিগ্রি।
১৮) দমদম: ১৪ ডিগ্রি।
১৯) অশোকনগর: ১৪ ডিগ্রি।
২০) আলিপুর: ১৪ ডিগ্রি।
২১) সল্টলেক: ১৪ ডিগ্রি।
২২) ডায়মন্ড হারবার: ১৪ ডিগ্রি।
২৩) সুন্দরবন: ১৪ ডিগ্রি।
২৪) দিঘা: ১৪ ডিগ্রি।
২৫) শিলিগুড়ি: ১৩ ডিগ্রি।
বৃহস্পতিবার ‘কামড়’ দিয়েছে শীত। শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। কয়েকটি জায়গার তাপমাত্রা তো সাতের ঘরে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আবার আট-নয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির আরও কাছে চলে আসবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। শুক্রবার সেটা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে বছরের শেষে কিছুটা চড়বে পারদ। পয়লা জানুয়ারিও কিছুটা বেশি ‘গরম’ থাকবে। শুক্রবার এবং ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের কোথায় কত তাপমাত্রা থাকবে, তা দেখে নিন।
শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কত থাকবে?১) দার্জিলিং: ৪ ডিগ্রি।
২) কালিম্পং: ১০ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ১১ ডিগ্রি।
৪) কোচবিহার: ১০ ডিগ্রি।
৫) রতুয়া: ১১ ডিগ্রি।
৬) মালদা: ১১ ডিগ্রি।
৭) মুর্শিদাবাদ: ৯ ডিগ্রি।
৮) বহরমপুর: ৯ ডিগ্রি।
৯) শান্তিনিকেতন: ৭ ডিগ্রি।
১০) শ্রীনিকেতন: ৭ ডিগ্রি।
১১) আসানসোল: ৯ ডিগ্রি।
১২) পুরুলিয়া: ৯ ডিগ্রি।
১৩) বিষ্ণুপুর: ৮ ডিগ্রি।
১৪) বর্ধমান: ৯ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।
১৬) মেদিনীপুর: ১১ ডিগ্রি।
১৭) হাওড়া: ১১ ডিগ্রি।
১৮) দমদম: ১২ ডিগ্রি।
১৯) অশোকনগর: ১২ ডিগ্রি।
২০) আলিপুর: ১২ ডিগ্রি।
২১) সল্টলেক: ১২ ডিগ্রি।
২২) ডায়মন্ড হারবার: ১২ ডিগ্রি।
২৩) সুন্দরবন: ১২ ডিগ্রি।
২৪) দিঘা: ১১ ডিগ্রি।
১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কত থাকবে?১) দার্জিলিং: ৫ ডিগ্রি।
২) কালিম্পং: ১১ ডিগ্রি।
৩) জলপাইগুড়ি: ১২ ডিগ্রি।৪) কোচবিহার: ১১ ডিগ্রি।
৫) রতুয়া: ১২ ডিগ্রি।
৬) মালদা: ১২ ডিগ্রি।
৭) মুর্শিদাবাদ: ১১ ডিগ্রি।
৮) বহরমপুর: ১১ ডিগ্রি।
৯) শান্তিনিকেতন: ১০ ডিগ্রি।
১০) শ্রীনিকেতন: ১০ ডিগ্রি।
১১) আসানসোল: ১১ ডিগ্রি।
১২) পুরুলিয়া: ১১ ডিগ্রি।
১৩) বিষ্ণুপুর: ১১ ডিগ্রি।
১৪) বর্ধমান: ১১ ডিগ্রি।
১৫) কৃষ্ণনগর: ১২ ডিগ্রি।
১৬) মেদিনীপুর: ১৩ ডিগ্রি।
১৭) হাওড়া: ১৩ ডিগ্রি।
১৮) দমদম: ১৪ ডিগ্রি।
১৯) অশোকনগর: ১৪ ডিগ্রি।
২০) আলিপুর: ১৪ ডিগ্রি।
২১) সল্টলেক: ১৪ ডিগ্রি।
২২) ডায়মন্ড হারবার: ১৪ ডিগ্রি।
২৩) সুন্দরবন: ১৪ ডিগ্রি।
২৪) দিঘা: ১৪ ডিগ্রি।
২৫) শিলিগুড়ি: ১৩ ডিগ্রি।
পুতিনকে ছ’টি উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরানের সঙ্গে পশ্চিমবঙ্গের এক সামগ্রীও গেল রাশিয়ায়, কী বাছলেন মোদী
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের
SIR ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি
Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি, টাকা গুনেই চলেছে যন্ত্র! নগদে কত উঠল? কত অনুদান এল অনলাইনে?
সরকার কিন্তু থাকবে, ফের বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা বিরোধী নেতারও
বেজিংয়ের সঙ্গে ফের সীমান্ত বাণিজ্য শুরু করতে উদ্যোগী নয়াদিল্লি! আলোচনাও চলছে মোদী এবং জিনপিং সরকারের
জানুয়ারির গোড়াতেই উত্তরবঙ্গে সভা মোদীর