Mimi Chakraborty-Ankush Hazra বেটিং অ্যাপ মামলায় বিপাকে মিমি-অঙ্কুশ! মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
বেটিং অ্যাপ মামলায় বিপাকে মিমি-অঙ্কুশ! মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
একইসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার এবং সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।
Published by: Kousik Sinha
Posted:December 19, 2025 6:34 pm Updated:December 19, 2025 7:14 pm abp ananda
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেটিং অ্যাপ মামলায় বিপাকে টলিউডের এক অভিনেতা ও এক অভিনেত্রী। অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তীর (Ankush Hazra-Mimi Chakraborty) মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার এবং সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। রয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মাও।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেটিং অ্যাপ মামলায় আজ শুক্রবার মোট মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মিমি চক্রবর্তীর ৫৯ লাখ, অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। পাশাপাশি যুবরাজের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলা ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। তবে উর্বশীর সম্পত্তি তাঁর মায়ের নামে রয়েছে বলে জানা গিয়েছে।
1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দিল্লিতে ডেকে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। জেরা করা হয় অঙ্কুশ হাজরাকেও। এরপরেই বেটিং অ্যাপ মামলায় দুই অভিনেতা-অভিনেত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।বলে রাখা প্রয়োজন, এর আগে ওই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধাওয়ান এবং রায়নার প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটির স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

