ভারত-ওমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর
ভারত-ওমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর
একবিংশ শতাব্দীতে একসঙ্গে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওমান ও ভারত। দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের পর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
![]() |
| মুদি ও সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ |
মাসকাট: একবিংশ শতাব্দীতে একসঙ্গে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওমান ও ভারত। দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের পর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
বৃহস্পতিবার মাসকাটে ভারত-ওমান বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, দু’দেশ আজ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যার প্রতিধ্বনি আগামী কয়েক দশক ধরে শোনা যাবে। কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) একবিংশ শতাব্দীতে আত্মবিশ্বাস ও নতুন করে শক্তি জোগাবে। তবে উল্লেখ্যযোগ্য বিষয় হল, দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং ওমানের বাণিজ্যমন্ত্রী কাইস বিন মহম্মদ আল ইউসুফের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, কোনওপ্রকার শুল্ক ছাড়াই পণ্য রপ্তানি করতে পারবে ভারত। প্রায় ৯৮ শতাংশ ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনও শুল্ক লাগবে না। যানবাহন, পোশাক, কৃষি, রাসায়নিক এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতার বার্তা দিয়েছে দুই দেশ। ভারতীয় কর্মীদের দু’বছর পর্যন্ত ভিসা দিতেও সম্মত হয়েছে মাসকাট। আগে প্রাথমিকভাবে তিন মাসের ভিসা দেওয়া হত। বর্তমানে ৭ লক্ষেরও বেশি ভারতীয় ওমানে কর্মরত। এদিন দু’দেশের সম্পর্ক ও দূরদর্শী নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে মোদিকে ‘অর্ডার অব ওমান’ পুরস্কার দেন ওমানের সুলতান।
