
লাল রঙের পোশাক, মাথায় সান্টা টুপি, আলো লাগানো চশমা - যেদিকে চোখ যাচ্ছে, সেদিকেই বড়দিনের সাজে সেজে ওঠা মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই।
বড়দিনের (Merry Christmas) আনন্দে মেতে কলকাতার (Kolkata) পার্কস্ট্রিট (Park Street)। বুধবার সন্ধে নামতেই এলেন পার্কে জমতে শুরু করে মানুষের ভিড়। সময় যত গড়িয়েছে, ততই উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা।
রাজ্য সরকারের উদ্যোগে পার্কস্ট্রিট জুড়ে সাজানো হয়েছে নজরকাড়া আলোকসজ্জা (Light Decoration)। ঝলমলে আলোয় ঢেকে গিয়েছে রাস্তা, গাছ, বিল্ডিং। বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ও কলকাতা পুরসভা (KMC)। গোটা এলাকা নজরদারিতে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) মাধ্যমে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
লাল রঙের পোশাক, মাথায় সান্টা টুপি, আলো লাগানো চশমা - যেদিকে চোখ যাচ্ছে, সেদিকেই বড়দিনের সাজে সেজে ওঠা মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই। এদিকে বড়দিনের আনন্দে সামিল হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় যোগ দেন।
যাদবপুর, নিউটাউন, সল্টলেক থেকে শুরু করে বারাসত, মধ্যমগ্রাম, খড়দহ - কলকাতা এবং শহরতলির নানা প্রান্ত তো বটেই, ভিনরাজ্য থেকেও অনেকে এসেছেন পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার দূর থেকে আসা অতিথিদের নিয়ে ঘুরে দেখাচ্ছেন বড়দিনের কলকাতা। সব মিলিয়ে উৎসবে মুখর রাজ্যবাসী।
মাত্রাতিরিক্ত ভিড়েও যাতে কারও কোনও সমস্যা না হয় তার জন্য বেশ কিছু জায়গায় কড়া ব্যবস্থা নিতে হয়েছে পুলিশকে। পার্ক স্ট্রিট চত্বরে রাস্তার একটি বড় অংশ ব্যারিকেড করে পথচারীদের চলাচলের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফুটপাথ ও ব্যারিকেডের ভেতরের অংশে ঠাসাঠাসি ভিড়ের কারণে অনেক জায়গায় ঠেলে এগোনোর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার সন্ধের কিছু পর ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি'র (Cathedral of the Most Holy Rosary) মধ্যরাতের প্রার্থনা সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brian) সহ আরও অনেকে। তার আগে গান প্রকাশ করে রাজ্যবাসীকে ক্রিসমাসের বার্তাও দেন তিনি।
পুতিনকে ছ’টি উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরানের সঙ্গে পশ্চিমবঙ্গের এক সামগ্রীও গেল রাশিয়ায়, কী বাছলেন মোদী
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের
SIR ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি
Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি, টাকা গুনেই চলেছে যন্ত্র! নগদে কত উঠল? কত অনুদান এল অনলাইনে?
সরকার কিন্তু থাকবে, ফের বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা বিরোধী নেতারও
বেজিংয়ের সঙ্গে ফের সীমান্ত বাণিজ্য শুরু করতে উদ্যোগী নয়াদিল্লি! আলোচনাও চলছে মোদী এবং জিনপিং সরকারের
জানুয়ারির গোড়াতেই উত্তরবঙ্গে সভা মোদীর