Published by:Debamoy Ghosh
Last Updated:
Jan 09, 2026 3:44 PM IST
দুই মামলার শুনানিকে কেন্দ্র করে বিচারপতি ঘোষের এজলাসে ব্যাপক ভিড় হয়৷ শুরু হয় তুমুল হইহট্টগোল৷
![]() |
আইপ্যাক কাণ্ডে তৃণমূল এবং ইডি-র করা জোড়া মামলার শুনানিকে কেন্দ্র করে বেনজির কাণ্ড কলকাতা হাইকোর্টে৷ এজলাসে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে দুটি মামলারই শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ আদালতে এই বিশৃঙ্খলার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী৷ তিনি অভিযোগ করেন, মামলা নিয়ে ফোনে জরুরি কথাবার্তার মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়৷ যার ফলে বন্ধ হয়ে যায় ডেপুটি সলিসিটর জেনারেলের হোয়াটসঅ্যাপ৷
আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশির সময় রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি৷ পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়৷ এ দিন বেলা আড়াইটের সময় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল৷
সম্পর্কিত খবর
➡️ I PAC Case in Calcutta High Court: আইপ্যাক মামলায় জরুরি শুনানি নয়, ইডি-র আবেদন ফেরালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি!
➡️ I PAC Case Update: আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ইডি? হাইকোর্টে শুনানি পিছোতেই শুরু তৎপরতা
➡️ IMD Weather Forecast: ধেয়ে আসছে তুমুল শীতল হাওয়া! কনকনে ঠান্ডায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? আবহাওয়ার বড় খবর
ED Raid in I-PAC: প্রশান্ত কিশোরের সাথে শুরু...IIT-র প্রাক্তনী! কে এই প্রতীক জৈন? ED তল্লাশির মাঝেই যাঁর বাড়িতে ছুটে গেলেন মমতা
কিন্তু দুই মামলার শুনানিকে কেন্দ্র করে বিচারপতি ঘোষের এজলাসে ব্যাপক ভিড় হয়৷ শুরু হয় তুমুল হইহট্টগোল৷ বিশৃঙ্খল এই পরিস্থিতির মধ্যে মামলা দুটির শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি৷
ইডি এবং কেন্দ্রীয় সরকারের-র হয়ে সওয়াল করতে এই মামলায় এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী৷ তাঁর অভিযোগ, বেলা দেড়টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়৷ ঠিক তার আগেই আইপ্যাক মামলা নিয়ে সলিসিটর জেনারেল এস ভি রাজুর সঙ্গে কথাও হয় তাঁর৷ ঠিক তার পরেই হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয় বলে ডেপুটি সলিসিটর জেনারেলের অভিযোগ৷ বিষয়টি নিয়ে লালবাজারে অভিযোগও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি সলিসিটর জেনারেল৷
পুতিনকে ছ’টি উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরানের সঙ্গে পশ্চিমবঙ্গের এক সামগ্রীও গেল রাশিয়ায়, কী বাছলেন মোদী
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের
SIR ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি
Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি, টাকা গুনেই চলেছে যন্ত্র! নগদে কত উঠল? কত অনুদান এল অনলাইনে?
সরকার কিন্তু থাকবে, ফের বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা বিরোধী নেতারও
বেজিংয়ের সঙ্গে ফের সীমান্ত বাণিজ্য শুরু করতে উদ্যোগী নয়াদিল্লি! আলোচনাও চলছে মোদী এবং জিনপিং সরকারের
জানুয়ারির গোড়াতেই উত্তরবঙ্গে সভা মোদীর
