Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা! মুহূর্তে শেষ দুই সন্তান-সহ রেসিং কার চালকের গোটা পরিবার, মৃত ৭
North Carolina Plane Crash: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত রেসিং Car চালক গ্রেগ বিফল্-সহ ৭ জনের।
নিউ ইয়র্ক: উত্তর ক্যারোলিনায় (North Carolina plane crash) ভয়াবহ বিমান দুর্ঘটনা! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত রেসিং Car চালক গ্রেগ বিফল্-সহ ৭ জনের । মাটিতে আছড়ে পড়তেই আগুন ধরে যায় বিমানে । স্টেটসভিল বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে উড়ান শুরু করে বিমানটি । ফ্লাইট রেকর্ড অনুযায়ী, গ্রেগ বিফলের মালিকানাধীন একটি কোম্পানির নামে ছিল বিমানটি । দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা ।
সংবাদসংস্থা এ পি সূত্রে খবর, বিমানটি একটি বিজনেস জেট । আকাশে ওড়ার পরই সেটি নর্থ ক্যারোলিনা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল । বিমানের সাত যাত্রীই প্রাণ হারিয়েছে । যাদের মধ্যে ছিলেন নাসকার চালক গ্রেগ বিফল্ । কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনায় তাঁর পরিবারের সকলেই প্রাণ হারিয়েছেন । সেসনা সি ৫৫০ বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই দাউদাউ করে আগুন লেগে যায় । স্ট্যাটসভিল বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি শার্লটের উত্তরে ৭২ কিলোমিটার পর্যন্ত যেতে পেরেছিল । তারপরই সেটি নর্থ ক্যারোলিনায় আছড়ে পড়ে।
জানা গিয়েছে, বিমানটির মালিকানা বিফল্ -এর সংস্থাই । তবে কী কারণে বিমানটি আছড়ে পড়ল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি । তবে আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল । ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল । আকাশ ছিল মেঘলা । যদিও ঠিক কী কারমে সেটি নর্থ ক্যারোলিনায় ফেরার চেষ্টা করেছিল, সেটাও জানা যায়নি । বিফল্ নিজে প্লেনটি চালাচ্ছিলেন কি না, তাও স্পষ্ট নয় । জানা গিয়েছে, হেলিকপ্টার ও সিঙ্গল ও মাল্টি ইঞ্জিন প্লেন চালানোর ছাড়পত্র ছিল তাঁর ।
বিমানে বিফল্-এর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ক্রিস্টিনা । সঙ্গে দুই সন্তান - বছর পাঁচেকের রাইডার ও ১৪ বছরের এম্মা । বিমানে অন্য যাঁরা ছিলেন, তাঁরা হলেন ডেনিস ডাট্টন, তাঁর পুত্র জ্যাক ও ক্রেগ ওয়াডসওয়ার্থ ।
দুই পরিবার থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'ওদের প্রত্যেকে আমাদের কাছে সর্বস্ব ছিল । ওদের মৃত্যু এক গভীর শূন্যতা তৈরি করল ।' বিফল্ ৫০টিরও বেশি কার রেসে জিতেছেন । যার মধ্যে ১৯টি কাপ সিরিজ স্তরের । ২০০০ সালে তিনি ট্রাক সিরিজ চ্যাম্পিয়নশিপেও জিতেছিলেন । নাসকার জানিয়েছে, তারাও এই খবরে শোকস্তব্ধ ।
