কাঁপুনি ধরাবে শীত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া
সহেলি মিত্র, কলকাতা: একটানা তাপমাত্রা উর্দ্ধমুখী থাকার পর পারদ পতনের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ রবিবার ছুটির দিন কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলা জুড়ে এক বা দুটি জায়গায় অগভীর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে আইএমডি কলকাতা জানিয়েছে। এমনিতে গতকাল শনিবার ঝপ করে জেলার জেলার তাপমাত্রা কয়েক ডিগ্রি হ্রাস পেয়েছে। এক কথায় যাকে বলে হাড় কাঁপানো শীত পড়তে শুরু করেছে। সেইসঙ্গে শীতল হাওয়া তো রয়েছেই। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুসারে, রবিবার কলকাতা সহ হাওড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যাইহোক, এর পরবর্তী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
আজ রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার ঘন কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কথা বললে, আজ ব্যাপক ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে। ফলে তার পর থেকেই রাজ্যে শীতের প্রকোপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শীতের পাশাপাশি রাজ্যজুড়ে ব্যাপক কুয়াশার পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু জেলায় কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সাময়িক সমস্যারও খবর মিলছে। ফলে হাওয়া অফিস সকলকে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।
