ভারতীয় পণ্যকে জিআই তকমা দিতে আইন পরিবর্তনের পথে নিউ জ়িল্যান্ড

 জিআই তকমা থাকলে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের পণ্য অন্য কেউ সেই নামে বিক্রি করতে পারে না। বর্তমানে দার্জিলিং চা, বাসমতী চাল, মাইসোর সিল্ক-সহ বিভিন্ন ভারতীয় পণ্যের এই তকমা রয়েছে।


অবাধ বাণিজ্য চুক্তির অধীনে ভারতীয় পণ্যকে ভৌগোলিক চিহ্নিতকরণ (জিআই) তকমার নথিভুক্তির জন্য আইন বদলাবে নিউ জ়িল্যান্ড। ন’মাসের মধ্যে রেকর্ড সময়ে এই চুক্তির আলোচনা শেষ করেছে দুই দেশ। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, সেই দর-কষাকষির অঙ্গ হিসেবে আগামী ১৮ মাসের মধ্যে নানা ভারতীয় পণ্যের জিআই নথিভুক্তির পথে হাঁটতে আইনে সংশোধনী আনবে দ্বীপরাষ্ট্রটি। এখন একমাত্র এ দেশের ওয়াইন এবং বিভিন্ন মদকে এই তকমা দেয় তারা। এ বার সেই সুবিধা পাবে অন্যান্য পণ্যও। প্রসঙ্গত, জিআই তকমা থাকলে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের পণ্য অন্য কেউ সেই নামে বিক্রি করতে পারে না। বর্তমানে দার্জিলিং চা, বাসমতী চাল, মাইসোর সিল্ক-সহ বিভিন্ন ভারতীয় পণ্যের এই তকমা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারতের রফতানি ক্ষেত্র আরও বেশি করে পণ্য নিউ জ়িল্যান্ডে বিক্রি করতে পারবে। বিশেষ করে উপকৃত হবে পোশাক, কাপড়, ছোট-মাঝারি শিল্পের মতো ক্ষেত্র। ফলে বিশ্বের জোগান শৃঙ্খলে আরও বেশি করে জায়গা করে নিতে পারবে ভারত। এই ক্ষেত্রে লগ্নিতে আগ্রহও বাড়বে। একাংশের মতে, নিউ জ়িল্যান্ডে ভারতীয়দের কাজের সুযোগ বৃদ্ধি পাওয়া উল্লেখযোগ্য।



Post a Comment

Previous Post Next Post