দিলীপ এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের অধিকাংশ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাই রাজ্যের বাসিন্দারা পাচ্ছেন না৷
![]() |
| বিজেপি-র হয়ে মাঠে নামলেন দিলীপ৷ |
রঞ্জিৎ সরকার, রানাঘাট: ভুয়ো ভোটে জিতেই তৃণমূল ক্ষমতা ধরে রেখেছে৷ তাই এসআইআর-এ ভুয়ো ভোটারদের নাম বাদ গেলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ে সম্ভাবনাও কমবে৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্য বিজেপি-র মূলস্রোতে প্রত্যাবর্তনের পর প্রথম প্রকাশ্য জনসভায় এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷
রানাঘাটে বিজেপি-র পরিবর্তন সংকল্প সভায় দিলীপ ঘোষ দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ ফলে ছাপ্পা ভোট দেওয়াও কঠিন হবে তৃণমূলের পক্ষে৷ দিলীপ বলেন, ‘বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ তাই কানের পাশে বন্দুক ধরে তৃণমূল ইচ্ছে মতো ছাপ্পা ভোট দিতে পারবে না৷ তার পরেও যদি তৃণমূল জেতে, তাহলে ভাবব সেটাই মানুষের বিচার৷
দিলীপ দাবি করেছেন, ২০২১-এ সম্ভব না হলেও ২০২৬-এ রাজ্যে বিজেপি সরকার গঠন করবেই৷ বিজেপি-কে জেতানোর আবেদন করে দিলীপ বলেন, ‘পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপি-কে জেতাতে হবে৷ সারা দেশের মানুষ মোদির গ্যারান্টিতে বিশ্বাস করে৷ নরেন্দ্র মোদির প্রতি মানুষের বিশ্বাসের কারণ তিনি বিজেপি-র নেতা৷ আমরা এখানে তাঁর প্রতিনিধি৷ আপনাদের উপরে অত্যাচার বন্ধ করতে বিজেপি-কে জেতান৷ এতদিন আপনারা যা চেয়েছিলেন এবার সফল হবে৷ বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হবে৷ আমরা সোনার বাংলা গড়ব৷’
দিলীপ এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের অধিকাংশ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাই রাজ্যের বাসিন্দারা পাচ্ছেন না৷ তবে এসআইআর নিয়েই এ দিন তৃণমূলকে বেশি আক্রমণ করেছেন দিলীপ৷ বিজেপি নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রেও সাড়ে ৪৪ হাজার ভুয়ো ভোটারের নাম পাওয়া গিয়েছে৷ উনি কত ভোটে জেতেন? সব কেন্দ্রেই ২৫ থেকে ৩০ হাজার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে৷’ তৃণমূলের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ৷ বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, কংগ্রেস এবার খাতাও খুলতে পারবে না৷
পুতিনকে ছ’টি উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরানের সঙ্গে পশ্চিমবঙ্গের এক সামগ্রীও গেল রাশিয়ায়, কী বাছলেন মোদী
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের
SIR ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি
Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি, টাকা গুনেই চলেছে যন্ত্র! নগদে কত উঠল? কত অনুদান এল অনলাইনে?
সরকার কিন্তু থাকবে, ফের বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা বিরোধী নেতারও
বেজিংয়ের সঙ্গে ফের সীমান্ত বাণিজ্য শুরু করতে উদ্যোগী নয়াদিল্লি! আলোচনাও চলছে মোদী এবং জিনপিং সরকারের
জানুয়ারির গোড়াতেই উত্তরবঙ্গে সভা মোদীর
