
PM Modi: দিল্লির গির্জায় প্রার্থনায় মোদী, দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দিল্লির ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে বিশেষ প্রার্থনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি বড়দিনের সকালটি উদযাপন করেন।
এই প্রার্থনা সভায় ক্যারল গান, স্তোত্র পাঠ ও প্রার্থনার পাশাপাশি দিল্লির বিশপ রেভারেন্ড ডঃ পল স্বরূপ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ আশীর্বাদ প্রার্থনা করেন। শান্তি, ভালোবাসা ও করুণার বার্তায় ভরপুর ছিল গোটা অনুষ্ঠান।
প্রার্থনায় অংশ নেওয়ার পর এক্স (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, 'দিল্লির ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে বড়দিনের সকালের প্রার্থনায় অংশ নিয়েছি। এই প্রার্থনা ভালোবাসা, শান্তি ও করুণার চিরন্তন বার্তাই তুলে ধরেছে। বড়দিনের চেতনা আমাদের সমাজে সম্প্রীতি ও সদিচ্ছা আরও দৃঢ় করুক।'
এর আগেও দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সকলকে শান্তি, করুণা ও আশায় ভরা আনন্দময় বড়দিনের শুভেচ্ছা। যিশু খ্রিস্টের শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতিকে আরও শক্তিশালী করুক।'
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী মোদী নিয়মিতভাবে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। ২০২৩ সালে ইস্টারের সময় তিনি দিল্লির স্যাক্রেড হার্ট ক্যাথেড্রালে উপস্থিত ছিলেন। একই বছরে বড়দিনে লোক কল্যাণ মার্গে তাঁর সরকারি বাসভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
২০২৪ সালে তিনি মন্ত্রী জর্জ কুরিয়ানের বাসভবনে বড়দিনের নৈশভোজে অংশ নেন এবং ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স আয়োজিত একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। সরকারি সূত্রের মতে, এটি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ও সৌহার্দ্যেরই প্রতিফলন।
এদিকে, ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণণও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এক্স-এ লেখেন, 'সকলকে আশা, ভালোবাসা ও দয়ায় পরিপূর্ণ এক আনন্দময় বড়দিনের শুভেচ্ছা। খ্রিস্টের বার্তা আমাদের আরও শক্তিশালী ও যত্নশীল সমাজ গড়ে তুলতে অনুপ্রাণিত করুক এবং স্থায়ী শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করুক।'
পুতিনকে ছ’টি উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরানের সঙ্গে পশ্চিমবঙ্গের এক সামগ্রীও গেল রাশিয়ায়, কী বাছলেন মোদী
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের
SIR ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি
Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি, টাকা গুনেই চলেছে যন্ত্র! নগদে কত উঠল? কত অনুদান এল অনলাইনে?
সরকার কিন্তু থাকবে, ফের বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা বিরোধী নেতারও
বেজিংয়ের সঙ্গে ফের সীমান্ত বাণিজ্য শুরু করতে উদ্যোগী নয়াদিল্লি! আলোচনাও চলছে মোদী এবং জিনপিং সরকারের
জানুয়ারির গোড়াতেই উত্তরবঙ্গে সভা মোদীর