New Train in Howrah: উদ্বোধন হল হাওড়া-পুরুলিয়া স্পেশ্যাল ট্রেনের, ছুটবে কর্ড লাইনে! দাঁড়াবে কোন কোন স্টেশনে, ভাড়া কত
New Train in Howrah: উদ্বোধন হল হাওড়া-পুরুলিয়া স্পেশ্যাল ট্রেনের, ছুটবে কর্ড লাইনে! দাঁড়াবে কোন কোন স্টেশনে, ভাড়া কত
New Train in Howrah: পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত যেতে কত ভাড়া দিতে হবে জানেন? মোট সময় লাগবে ৭ ঘণ্টা ৪০ মিনিট। এ ক্ষেত্রে বলে রাখা ভাল, পুরুলিয়া থেকে হাওড়া ৩২৩ কিলোমিটারের যাত্রাপথে এক্সপ্রেস ট্রেনে যেতে সময় লাগে ৬ ঘণ্টা।
হাওড়া ও পুরুলিয়া: ঘোষণা হয়েছিল অনেক আগে। অবশেষে এদিনই হয়ে গেল উদ্বোধন। পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া মেমু ট্রেন ভায়া মশাগ্রাম চালু হল নতুন ট্রেন। পুরুলিয়া থেকে গড়াল ট্রেনের চাকা। হাওড়া ডিভিশনের সাঁতরাগাছি স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, আদ্রা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুনীত নারুলা। ছিলেন অনেক স্থানীয় মানুষ।
পুরুলিয়া থেকে ট্রেনটি ছেড়ে আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে যাবে হাওড়া পর্যন্ত। আবার হাওড়া থেকে ছেড়ে একই রুটে ফিরে আসবে পুরুলিয়া। ভোর ৪টেয় পুরুলিয়া থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছাবে ১১টা ৪০মিনিটে। এই ট্রেনই বিকাল ৪টা ১৫মিনিটে ফের ছাড়বে হাওড়া থেকে। পুরুলিয়া পৌঁছাবে রাত ১১টা ৫৫ মিনিটে। ঠিক হয়েছে পুরুলিয়া থেকে বাঁকুড়া পর্যন্ত চারটে জায়গায় দাঁড়াবে। বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত সব স্টেশনেই দাঁড়াবে। মশাগ্রাম থেকে হাওড়ার মধ্যে ১২টা স্টপেজ থাকবে এই নতুন ট্রেনের। পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত যেতে ভাড়া দিতে হবে ৬০টাকা। মোট সময় লাগবে ৭ ঘণ্টা ৪০ মিনিট। এ ক্ষেত্রে বলে রাখা ভাল, পুরুলিয়া থেকে হাওড়া ৩২৩ কিলোমিটারের যাত্রাপথে এক্সপ্রেস ট্রেনে যেতে সময় লাগে ৬ ঘণ্টা। আপাতত দেওয়া হয়েছে ৮ কামরার ট্রেন। ভবিষ্যতে তা ১২ কামরায় পরিণত করা হতে পারে বলে রেল সূত্রে খবর।