প্রতিদিন মাত্র ২৫ টাকা জমিয়ে ২০ লক্ষ টাকা রিটার্ন পাবেন LIC এর এই পলিসিতে। সঠিক বিনিয়োগের নিয়ম জেনে নিন

 প্রতিদিন মাত্র ২৫ টাকা জমিয়ে ২০ লক্ষ টাকা রিটার্ন পাবেন LIC এর এই পলিসিতে। সঠিক বিনিয়োগের নিয়ম জেনে নিন

ভারতীয় জীবন  বীমা নিগম বা LIC শুধুমাত্র একটি ইন্স্যুরেন্স কোম্পানীই নয়। কোটি কোটি ভারতবাসীর বিনিয়োগ ও নিরাপত্তার একটি সরকারি ও সেরা মাধ্যম। এলআইসি তে বিনিয়োগ করে গ্যারান্টিড রিটার্নের সাথে সাথে গ্রাহকের বর্তমান ও অবর্তমান কে নিরাপত্তা দেয়। আর সকলের ক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগের সামর্থ্য থাকে না। তাই রোজগারের পাশাপাশি প্রতিদিন অল্প টাকা বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করে তোলার জন্য LIC Jeevan Umang Policy নামে একটি নতুন পলিসি এসেছে ভারতের জনপ্রিয় সরকারি বীমা সংস্থা। এলআইসি জীবন উমঙ্গ পলিসিতে প্রতিদিন মাত্র ২৫ টাকা জমিয়ে ২০ লাখ টাকা রিটার্ন পেতে পারন। বা ৫০ টাকা জমিয়ে ৪০ লাখ টাকা রিটার্ন পেতে পারেন। বিশ্বাস না হলে, পুরো প্রতিবেদনটি পড়ুন। এবং নিয়ম কানুন জেনে পলিসি কিনুন।

LIC Jeevan Umang Policy Benefits and Maturity Calculator

এলআইসি জীবন উমঙ্গ পলিসি শুধুমাত্র যে গ্রাহকদের অর্থনৈতিক রিটার্ন দেয় তাই নয়, তাদের পরিবারকে নিশ্চিত আয় এবং গ্রাহকের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের সুযোগ, সুরক্ষার সুবিধা প্রদান করে। এই প্ল্যানটি প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ম্যাচিউরিটির সময় পর্যন্ত বার্ষিক খরচ এবং একাধিক সুযোগ-সুবিধা দিয়ে থাকে উপভোক্তাদের। এর পাশাপাশি এই বিনিয়োগ পরিকল্পনায় খুব সামান্য অর্থ জমিয়েই বিপুল পরিমাণে আয় করা সম্ভব। এমনকি আয়ের পাশাপাশি জীবন বীমা বা জীবন সুরক্ষাও মেলে এই LIC পলিসিতে। যার পলিসিধারীর মৃত্যু হলে তার পরিবারকে বিপুল পরিমাণ অর্থ বীমা সুরক্ষা হিসাবে প্রদান করা হয়।

Invest in LIC vs Mutual Funds or Stocks

বিগত কয়েক বছর ধরেই রোজগার করা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য অনেকেই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা স্টক মার্কেটের সহায়তা নিয়ে থাকেন। তবে অল্প সময়ে টাকা দ্বিগুণ করার সেই প্রচেষ্টায় এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে অনেক সময়ই বিনিয়োগকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই কারণেই বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞ স্টক মার্কেট এ বিনিয়োগের পাশাপাশি একটি সাধারণ ফান্ডেও বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকেন। আপনিও যদি সেই সম্পূর্ণ ঝুঁকি মুক্তভাবে একটি বিনিয়োগ পরিকল্পনা বেছে নিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভারতীয় জবন বীমা হতে পারে আপনার সেরা বিকল্প। কারণ এখানে উচ্চ রিটার্নের পাশাপাশি জীবনের নিরাপত্তা ও পাওয়া যায়। আর যারা প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে বড় অঙ্কের রিটার্ন পেতে চান তাদের জন্য এলআইসি জীবন উমঙ্গ পলিসি সেরা বিকল্প হতে পারে।

কত টাকা বিনিয়োগ করে কত রিটার্ন পাবেন?

এলআইসি জীবন উমঙ্গ পলিসি (LIC Jeevan Umang Policy) এর মাধ্যমে প্রতিদিন ২৫ টাকা করে ১৬ বছর টাকা জমালে ম্যাচুরিটির সময়ে প্রায় ২০ লাখ টাকা গ্যারান্টিড রিটার্ন পাবেন। আপনার বয়স অনুপাতে রিটার্নের পরিমাণ ভিন্ন হত পারে। আবার প্রতিদিন ৫০ টাকা করে জমালে প্রতিটি বছরে ৪০ হাজার টাকা রিটার্ন পাবেন আপনি। এক্ষেত্রে যদি ২৬ বছর বয়সে ৫ লক্ষ টাকার বীমা সুরক্ষার জন্য এআইসি জীবন উমঙ্গ পলিসিতে আবেদন জানান, তাহলে এক বছরে মোট বিমান প্রিমিয়াম হবে ১৫,৮৮২ টাকা।

এর ফলে মাত্র চার বছরে অর্থাৎ আপনার ৩০ বছর বয়স হওয়ার মধ্যেই মোট প্রিমিয়ামের পরিমাণ হবে ৪৭,৬৪৬০ টাকা। তবে এক্ষেত্রে ৩০ বছর পর্যন্ত নীরবচ্ছিন্নভাবে এই প্রেমিয়াম জমা করতে হবে। একটি সম বছর থেকে রিটার্ন হিসাবে প্রতিবছরের ৪০ হাজার টাকা দেওয়া শুরু করবে এলআইসি।

কত বছর পর্যন্ত পলিসির টাকা পাবেন?

এই বীমা চলাকালীন পলিসি গ্রাহক ১০০ বছর বয়স পর্যন্ত প্রতিবছরে নিশ্চিত রিটার্ন দেওয়া হয়। এক্ষেত্রে ৩১ তম বছর থেকে ১০০ বছর বয়স পর্যন্ত প্রতিবছর ৩৬- ৪০ (প্রিমিয়াম ৫০ টাকা) হাজার টাকা করে রিটার্ন দেওয়া হলে সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা পেয়ে থাকেন ওই গ্রাহক। তবে এ ক্ষেত্রে গ্রাহকের ১০০ বছর হওয়ার আগে মৃত্যু হলে, তার মনোনীত ব্যক্তিকে একসাথে সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হয়। যদিও এক্ষেত্রে মনোনীত ব্যাক্তি চাইলে একাধিক কিস্তির মাধ্যমেও সেই টাকা নিতে পারেন।

সুবিধা অনুযায়ী প্রিমিয়াম

কোনও পলিসি গ্রাহক নিজের সুবিধা অনুযায়ী প্রিমিয়াম দিতে পারেন। যেমন দিন মজুরেরা প্রতিদিন জমানোকে পছন্দ করেন। আবার চাকরিজীবীরা মাসিক প্রিমিয়াম দিতে পছন্দ করেন। অনেকে ৩ মাস পর, ৬ মাস পর বা বছরে একবার করে প্রিমিয়াম দিতে পারেন।

উপসংহার

বর্তমানে ভারতের ফিক্সড ডিপোজিট (FD) বা রেকারিং ডিপোজিট (RD) এর পাশাপাশি এলআইসি জীবন উমঙ্গ পলিসি যথেষ্ট বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে। এক্ষেত্রে ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর এবং ৩০ বছরের মোট চারটি মেয়াদের প্রিমিয়াম বিকল্প নেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। বিনিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর থেকে নিশ্চিত রিটার্নের পাশাপাশি আয়কর ছাড়সহ একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায় এই পলিসির মাধ্যমে। এক কথায় বলতে গেলে, ভারতের বিভিন্ন মধ্যবিত্ত অথবা নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একেবারেই ঝুঁকিমুক্ত বিনিয়োগ স্কিমগুলির মধ্যে অন্যতম LIC Jeevan Umang Policy. নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ কে সুরক্ষিত রাখার জন্য এই পলিসিতে আবেদন করতেই পারেন।