Home#india Railway হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল, শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের সূচি পরিবর্তন, জানুন বিস্তারিত Abp Ananda Bengali News channels Published:December 20, 2025 হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা, কী জানা যাচ্ছে?Authored By : দেবদীপ চক্রবর্তীPublished:December 20, 2025 at 9:00 AMহাওড়া ও শিয়ালদহ শাখায় ফের বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা। মূলত ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রেল। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? জেনে নিন বিস্তারিত।হাওড়া ডিভিশনরেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনে বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, এস অ্যান্ড টি রক্ষণাবেক্ষণের জন্য ২১ ডিসেম্বর একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে—১) হাওড়া থেকে ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩২) ব্যান্ডেল থেকে ৩৭২৪৬ ও ৩৭৭৪৯৩) বর্ধমান থেকে ৩৬৮৩৪৪) শেওড়াফুলি থেকে ৩৭০৫৬৫) আরামবাগ থেকে ৩৭৩৬৪ ও ৩৭৩৯৬৬) কাটোয়া থেকে ৩৭৭৪৮এছাড়া ৫৩০০৯ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার দুপুর ১২টার পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে। ৩৭৩৫৬ হাওড়া-আরামবাগ লোকাল তারকেশ্বর পর্যন্ত যাবে।শিয়ালদহ ডিভিশনশিয়ালদহ ডিভিশনে মুড়াগাছা ও বেথুয়াডহরি স্টেশনের মধ্যে আপ লাইনে আগামী ২০ ও ২১ ডিসেম্বর এবং মুড়াগাছা স্টেশনের আপ ও ডাউন লাইনে আগামী ২১ ও ২২ ডিসেম্বর ও ২২/২৩ ডিসেম্বর তারিখের মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা করে ট্রাফিক ব্লক করা হবে।সেই কারণে শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেন আগামী ২০, ২১ ও ২২ ডিসেম্বর ১ ঘণ্টা পিছিয়ে চলবে এবং ট্রেনটি কৃষ্ণপুর পর্যন্ত যাবে। Facebook Twitter